এই মেয়ে, একই সময় রোজ পুকুর পাড়ে বসে কী ভাবিস?
কী আর ভাববো, বর্তমানের কথা ছাড়া কী আর আছে আমার।
তোর নাম কিরে মেয়ে?
আমার নাম ? হা হা হা হা —
হাসছিস যে–
হ্যাঁ, তোর নাম কী বল?
কী বলি- সবাই বরাঙ্গনা বলে ডাকে , এটা আবার নাম হয়? হ্যাঁ গো বাবু হয় আমাদের মতো মেয়েদের ভালো নামে কেউ ডাকে না।
ভালো করে কথা বল? তোর নাম কী?
শরীর- সবাই তো এই নামে ডাকে ও চেনে।
এইসব কাজ করিস কেনো?
সে অনেক কথা, বাবু।
বলতে বলতে ভোর হয়ে যাবে।
আসুক ভোর, তবু তুই বল-
তুই লেখাপড়া জানিস?
কিছু জানি।
তবে কোথাও না কোথাও কাজ করতে পারতিস, এই কাজে কেনো এলি?
মায়ের ক্যানসার বাবার প্যারালিসিস, ভাইটা বিয়ে করে চলে গেছে বাড়ি থেকে, আমি আর যেতে পারিনি এদের ছেড়ে।
তবে এই কাজ কেনো?
এতো টাকা কোথায় পাবো- তাই বেছে নিলাম এই কাজ।
অনেক টাকা একবার বিছানায় গা ঠেকালেই।
আমি কিছু টাকা দেবো নিবি?
নেবো তবে কখন কোথায় গা এলাতে হবে বলুন।
থাম মেয়ে, আমি এ ধরনের মানুষ নই।
তবে কাজ ছাড়া টাকা দেবেন কেনো?
আমার ইচ্ছে হলো তাই।
আপনার ইচ্ছে আমি নাও তো মানতে পারি।
তুই এই কাজ করবি না কখনো।
তাহলে আমার চলবে কি করে?
আমি একটা ব্যবসা করি, তুই আমার এই ব্যবসায় সাহায্য কর।বল করবি?
করবো বাবু, আমাকে বাঁচালেন বাবু, আমি উচ্চমাধ্যমিক পরীক্ষা দিতে পারিনি টাকার অভাবে।
ঠিক আছে, এই আমার নম্বর দিলাম। যোগাযোগ করিস, ঠিকানা বলে দেবো।
আমি চলে যাচ্ছি, মনে যেন থাকে, কাল চলে যাস আর এই কাজ কখনো করবি না।
এবার তোর নামটা বল?
আমার নাম শিউলি,
বাহ্ খুব সুন্দর নাম,
ঠিক আছে বাড়ি চলে যা এখনই,ওই দিকে আর যেতে না দেখি।
ঠিক আছে বাবু এখই চলে যাবো, আমার কথা গুলো যেন মনে থাকে, হ্যাঁ বাবু মনে থাকবে।
কাল চলে যাবো আপনার অফিসে, কিন্তু? কী কিন্তু?বল?থামলি কেনো? আমাকে যে সবাই চেনে বাবু, আপনার সম্মান হানি হবে না তো?
আপনি আর একবার ভেবে দেখুন বাবু?
আপনি সম্মানিত ব্যাক্তি আমি চাই না আমার জন্য আপনার কোন ক্ষতি হোক।
বেশি কথা বলার স্বাভব পাল্টাতে হবে-
আমার ব্যাপার আমি বুঝে নেবো তোর মাথা ব্যথা করতে হবে না ।
আমি যা বলেছি তাই করবি মনে যেন থাকে আজ চললাম কাল দেখা হবে।