পশ্চিম মেদিনীপুর , নিজস্ব সংবাদদাতাঃ- জাতীয় সংগীত “বন্দেমাতরম”এর সার্ধশত বর্ষ উপলক্ষে শুক্রবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা করল BJP র নেতাকর্মীরা। এই দিন BDO অফিস প্রাঙ্গন থেকে এই বর্ণাঢ্য শোভাযাত্রা গোটা শহর পরিক্রমা করে, এই দিন জাতীয় পতাকা হাতে নিয়ে কয়েকশ কর্মী সমর্থক পা মিলিয়েছেন এই বর্ণাঢ্য শোভাযাত্রায়।এইদিন উপস্থিত ছিলেন রাজ্য নেতৃত্ব ধীমান কোলে,জেলা নেতৃত্ব গৌতম কৌড়ি, মন্ডল সভাপতি পলাশ সেন সহ অন্যান্য বিজেপির নেতাকর্মীরা।
Categories
BDO অফিস থেকে শহর পরিক্রমা, “বন্দেমাতরম” উদ্যাপনে উচ্ছ্বাস চন্দ্রকোনারোডে।